চুলের যত্নে অনেকে অনেক কিছু ব্যবহার করেন। কেউ আবার শ্যাম্পু বা তেলের সঙ্গে নানা উপাদান মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করেন। সম্প্রতি সৌন্দর্য জগতে শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই ঘরোয়া কৌশলটির মূল উদ্দেশ্য হলো মাথার ত্বক বা স্ক্যাল্পকে গভীরভাবে পরিষ্কার করা এবং স্বাস্থ্যকর চুল বৃদ্ধিতে সহায়তা করা।
চিনিকে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এটি মূলত একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর বা স্ক্রাবের কাজ করে। এ ছাড়া আর কী কাজ করে এবং এতে উপকার কী, চলুন জেনে নেওয়া যাক—
শ্যাম্পুর সঙ্গে চিনি মেশানোর কারণ চিনিকে শ্যাম্পুর সঙ্গে মেশানোর মূল উদ্দেশ্য হলো স্ক্যাল্পকে অতিরিক্ত পরিষ্কার করা।
মৃত কোষ দূরীকরণ : মাথার ত্বকে ক্রমাগত তেল, ঘাম, দূষণ এবং চুলের পণ্যগুলোর অবশিষ্টাংশ জমা হতে থাকে। চিনি একটি দানাদার উপাদান হওয়ায়, এটি আলতোভাবে এই সমস্ত ময়লা এবং জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে।
স্ক্যাল্প স্ক্রাব : চিনি একটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। নিয়মিত শ্যাম্পুর সঙ্গে চিনি ব্যবহার করলে তা মাথার ত্বকের ছিদ্র বা ফলিকলগুলোকে খুলে দেয় এবং পরিষ্কার করে।
স্ক্যাল্পের স্বাস্থ্য : ছিদ্রগুলো পরিষ্কার থাকলে চুলের গোড়া মজবুত হয়। জমে থাকা ময়লা পরিষ্কার হলে খুশকির সমস্যা এবং মাথার ত্বকের অন্যান্য সংক্রমণ অনেকাংশে কমে যায়।
চুলের বৃদ্ধি : মাথার ত্বক পরিষ্কার থাকলে রক্ত সঞ্চালন বাড়ে। রক্ত সঞ্চালন বাড়লে চুলের ফলিকলে পর্যাপ্ত পুষ্টি পৌঁছায়, যা চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে।
চুলকে সতেজ করা : জমে থাকা অতিরিক্ত তেল ও পণ্য সম্পূর্ণরূপে পরিষ্কার হওয়ার ফলে চুল হালকা হয় এবং এটিকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল দেখায়।
খুশকি প্রতিরোধ : চিনি মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা শুষ্কতা ও খুশকি প্রতিরোধে সহায়ক হতে পারে।
ব্যবহারের সঠিক পদ্ধতিএই প্রক্রিয়াটি নিয়মিত না করে সপ্তাহে একবার বা মাসে দুই বার ব্যবহার করাই যথেষ্ট।
পরিমাণ : আপনার প্রতিদিনের ব্যবহারের শ্যাম্পুর সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে নিন। খুব বেশি চিনি মেশাবেন না, তাতে মিশ্রণটি অতিরিক্ত ঘন হয়ে যাবে।
ব্যবহার : চিনি মেশানো শ্যাম্পুটি ভেজা চুলে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে আলতোভাবে ২-৩ মিনিটের জন্য মাথার ত্বকে ম্যাসাজ করুন। নখ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
ধোয়া : ম্যাসাজ করার পরে পরিষ্কার পানি দিয়ে চুল ও মাথার ত্বক ভালোভাবে ধুয়ে ফেলুন, যাতে চিনির কোনো অবশিষ্টাংশ না থাকে।
কন্ডিশনার : এর পর অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করুন।
সতর্কতা
সংবেদনশীল ত্বক : যদি আপনার মাথার ত্বক খুব সংবেদনশীল হয় বা কোনো ক্ষত থাকে, তবে চিনি ব্যবহার করা উচিত নয়।
ডায়াবেটিস : আপনি যদি মাথার ত্বকে কোনো ছত্রাক বা সংক্রমণজনিত সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন, তবে চিনি ব্যবহার এড়িয়ে চলুন।
শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করা একটি কার্যকরী ঘরোয়া উপায়, যা মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং চুলের ফলিকলকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি চুলের স্বাস্থ্য ও বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
এ ক্যাটাগরির আরো নিউজ..