আবদুল্লাহ ইবনে সারজিস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রওয়ানার প্রাক্কালে বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ وَدَعْوَةِ الْمَظْلُومِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الأَهْلِ وَالْمَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আঊযু বিকা মিন ওয়া‘সায়িস সাফারে ওয়া কাবাতিল মুনকালিবি ওয়াল হাওরি বা‘দাল কাওরি ওয়া দা‘ওয়াতিল মাযলূমি ওয়া সূয়িল মানযারি ফিল আহলি ওয়ালমালি.
অর্থ: ’’হে আল্লাহ! আমি তোমার নিকট সফরের ব্যর্থতা, প্রাচুর্যের পরে রিক্ততা, নির্যাতিতের বদদোয়া এবং পরিবার-পরিজন ও মাল-সম্পদের প্রতি কুদৃষ্টি থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি’’।
-(ইবনে মাজাহ, হাদিস : ৩৮৮৮)