প্রশ্ন : আমার এক ছোট ভাই ইদানীং মাটির পাত্রে খাওয়াদাওয়া করে। আমাদের সবাইকে মাটির পাত্র সংগ্রহ করার প্রতি তাগিদ দেয়। অনেককে উপহারও দেয়। তার দাবি, মাটির পাত্রে খাওয়া নাকি বেশি ইসলামসম্মত।আমার জানার বিষয় হলো, আসলেই কি মাটির পাত্র, যেমন—মাটির প্লেট, গ্লাস এগুলোতে খাওয়া ও পান করা সুন্নত?দয়া করে জানিয়ে বাধিত করবেন।
-শুভ, মিরপুর
উত্তর : মাটির তৈরি প্লেট ও গ্লাসে পানাহার করা জায়েজ। তবে ইসলামী কোনো দলিল দ্বারা তা সুন্নত হওয়া প্রমাণিত নয়। (আল বাহরুর রায়েক : ৮/৩৪১, ফাতাওয়ায়ে দারুল উলুম : ১৬/৫৩৪)।
এ ক্যাটাগরির আরো নিউজ..