প্রশ্ন : হালাল-হারাম টাকার সমন্বয়ে কোরবানি করার বিধান কী?
-ফখরুল ইসলাম, ঢাকা
উত্তর : কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং তা হালাল টাকা দ্বারা করা অপরিহার্য বিধায় প্রশ্নের বর্ণনা মতে কিছু হালাল ও কিছু হারাম টাকার সমন্বয় করার কারণে কোরবানি হবে না। (হিন্দিয়া : ৫/৪২০, আশবাহ ওয়ান নাজাইর : ১/৯৩, আহসানুল ফাতাওয়া : ৭/৫০৩)