প্রশ্ন: আমার বাড়ি রংপুর, ঢাকায় চাকরি করি। এক মাস-দুই মাস পর বাড়িতে যাওয়ার সময় ঢাকা অতিক্রম করার পর একাধিক নামাজ পথে আদায় করতে হয়। কখনো কখনো তিন ওয়াক্ত নামাজও রাস্তায় আদায় করেছি। আমার প্রশ্ন হলো, সে সময় আমার জন্য নামাজ কসর করে পড়া জরুরি কি না?—মিনহাজ, রংপুর।
উত্তর : বাড়িতে যাওয়ার সময় ঢাকা সিটির সীমানা অতিক্রম করার পর থেকে নিজ এলাকার সীমানায় পৌঁছা পর্যন্ত পথিমধ্যে আপনার জন্য নামাজ কসর করা জরুরি। (আদ্দুররুল মুখতার : ২/১২১, হিন্দিয়া : ১/১৩৯, আল বাহরুর রায়েক : ২/২৩০)
এ ক্যাটাগরির আরো নিউজ..