প্রশ্ন : চামড়ার জুতায় পেশাব লাগার পর জুতা পেশাবকে শুষে নিয়ে শুকিয়ে গেছে। ওই জুতা পবিত্র করার পদ্ধতি কী?
-তারেক, সিলেট
উত্তর : চামড়ার জুতায় পেশাব লাগার পর শুকিয়ে গেলে তা পবিত্র করার পদ্ধতি হলো—ভালো করে এমনভাবে ধুয়ে নেওয়া, যাতে অপবিত্রতা দূর হয়ে যাওয়ার প্রবল ধারণা হয়। অতঃপর জুতা থেকে পানি ঝরিয়ে নেবে। (সুরা মুদ্দাসসির : ৪, আদ্দুররুল মুখতার : ১/৫৩, বাদায়েউস সানায়ে : ১/৪০৮, রদ্দুল মুহতার : ১/৩৩৩, আল-বাহরুর রায়েক : ১/৩৮৭, ৩৮৮)।