এদিকে বেশিক্ষণ ভেজা থাকলে জামাকপড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে।জামাকাপড়ের এই গন্ধ কাচলেও যেতে চায় না। তবে এই সমস্যা সমাধানের কয়েকটি উপায় রয়েছে, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—
জামাকাপড় কাচার আগে সেগুলো বেশ কিছুক্ষণ সাবান পানিতে ডুবিয়ে রাখা প্রয়োজন।সাবান পানিতে ডুবিয়ে রাখলে জামাকাপড়ের ময়লা নরম হয়ে সহজেই উঠে আসে। তবে ফ্যাব্রিকের কাজ থাকলে সাবান পানিতে রেখে দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে হালকা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে।জামাকাপড়ের গন্ধ দূর করতে লেবু খুব কার্যকর।লেবু দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে। ডিটারজেন্ট পাউডারের মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে কাচতে পারেন। এতে গন্ধ দূর হয়ে যাবে।অনেকেই সময়ের অভাবে সব ময়লা জামাকাপড় এক জায়গায় জমা করে রাখেন সপ্তাহান্তে ধোবেন বলে। এভাবে জামাকাপড় রাখলে বর্ষাকালে স্যাঁতসেঁতে গন্ধ বের হয়।চেষ্টা করুন অল্প অল্প করে সব জামাকাপড় কেচে নেওয়ার