শনিবার সকালে সেখানে অস্ত্রোপচার হবে। আমিরের মোবাইল ফোন ব্যবহার সীমিত করা হয়েছে। সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে না যেতে অনুরোধ জানিয়েছেন আমির।গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার ঢলে পড়েন শফিকুর রহমান।পরে বসে বসে বক্তব্য দেন তিনি। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে।জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দলীয়প্রধানের রোগমুক্তির জন্য দোয়া করতে সবাইকে অনুরোধ করেছেন।