প্রশ্ন : অনেক সময় দেখা যায়, কিছু গ্রুপের রক্ত আত্মীয়দের মধ্যে পাওয়া যায় না। ফলে বাইরের কোনো ডোনার থেকে তা বিনামূল্যে বা মূল্য দিয়ে কিনে নিতে হয়। আমার প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে রক্তদানের বিধান কী? শুনেছি মানুষের নিজের অঙ্গ-প্রত্যঙ্গের মালিক সে নিজে না। তাহলে রক্তের মালিকও তো সে হওয়ার কথা না।
উত্তর : কেউ যদি রক্তশূন্যতার কারণে মৃত্যুর মুখে উপনীত হয় অথবা রক্তশূন্যতার কারণে কঠিন রোগে আক্রান্ত হয়, এ অবস্থায় তাকে রক্তদান করা এবং তার জন্য গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে জায়েজ। তবে এর জন্য বিনিময় গ্রহণ করা জায়েজ নয়।
(ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৮/৩২৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৪৩৭)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
এ ক্যাটাগরির আরো নিউজ..