প্রশ্ন : আমার চাচার ওপর হজ ফরজ হয়েছে, অথচ তিনি হজ করেননি। এক পর্যায় তিনি অসুস্থ হয়ে মারা যান। কিন্তু তিনি তাঁর সন্তানদের তাঁর পক্ষ থেকে বদলি হজ আদায় করার জন্য অসিয়ত করে যাননি। এখন আমার জানার বিষয় হলো : তাঁর সন্তানরা তাঁর পক্ষ থেকে হজ আদায় করতে পারবে কি? যদি আদায় করতে পারে তাহলে সন্তানের ওপর এই হজ আদায় করার বিধান কী?—হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ
উত্তর : সন্তানরা অসিয়তবিহীন নিজ খরচে পিতার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে পারবে।তাদের জন্য এই হজ আদায় করাটা আবশ্যক নয়, তবে এই হজ দ্বারা পিতার আল্লাহ তাআলার কাছে দায়মুক্ত হওয়ার আশা করা যাবে। (বুখারি : ১/২৫০, ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/২৮৫)