বয়স্ক ও দরিদ্র মানুষের ঝুঁকি বেশি
ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) আক্রান্ত বয়স্ক মানুষ তাপপ্রবাহে বেশি আক্রান্ত হন, কারণ তারা তাপমাত্রা নিয়ন্ত্রণে কম সক্ষম। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ঠাণ্ডা রাখার পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেন না, ফলে তারাও বেশি ঝুঁকিতে থাকেন।
ভবিষ্যতের ভাবনা
তাপ বাড়ার ফলে মস্তিষ্কের সুরক্ষার প্রাকৃতিক ব্যারিয়ার দুর্বল হয়ে যেতে পারে, ফলে ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে মস্তিষ্কে প্রবেশ করতে পারে। মশাবাহিত রোগ যেমন— জিকা, ডেঙ্গু, চিকুনগুনিয়াও গরমে বেশি ছড়ায় এবং এসব ভাইরাস মস্তিষ্কে আঘাত করতে পারে।
সমাধানের উপায় কী?
ঝুঁকিপূর্ণদের চিহ্নিত করতে হবে (বয়স্ক, শিশু, গর্ভবতী, দরিদ্র)। সতর্কবার্তা ও সুরক্ষাব্যবস্থা নিতে হবে।প্রয়োজনে ক্ষতিপূরণ বা সহায়তাব্যবস্থাও চালু করা যেতে পারে। বিশ্বজুড়ে গরমের প্রকোপ বাড়ছে। উষ্ণ পৃথিবী এখন বাস্তব। আমাদের মস্তিষ্ক, শরীর ও জীবনযাত্রা সব কিছুই তাপের প্রভাবে বদলে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সময়মতো ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি।