গতকাল তিনি বললেন, ‘ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ।এখানে বাঙালি হোক, পাঞ্জাবি হোক বা মাড়োয়ারি—সব মানুষেরই সমান অধিকার রয়েছে। গোটা দেশের ওপরেই বাঙালিদের অধিকার আছে।’সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেশের যেকোনো প্রান্তে যদি কাউকে জাতিগত বা ভাষাগত কারণে হেনস্থা করা হয়, তা অবশ্যই আপত্তিকর। বাঙালিদের যদি অবহেলা বা অত্যাচার করা হয়, তাহলে আমাদের নিশ্চয়ই তা নিয়ে প্রতিবাদ জানানো উচিত।বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য নিয়েও কথা বলেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘চর্যাপদের সময় থেকে বাংলা ভাষার চর্চা হচ্ছে। এই ভাষাতেই আমরা পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্তের মতো মনীষীদের। বাংলা ভাষার যে মূল্য রয়েছে, সেটি অবশ্যই স্বীকৃত হওয়া উচিত।তিনি আরো বলেন, ‘বাংলা ভাষা যথাযথ মূল্য পায় না। এই অবহেলার ফলে বাংলাভাষী ও বাঙালিদের প্রতি অসম্মান এবং হেনস্থা বাড়ছে। ভাষার গুরুত্বকে অবজ্ঞা করা হলে, তা বন্ধ করতেই হবে।’ শেষে অমর্ত্য সেন বলেন, ‘ভারতীয় হিসেবে আমাদের উচিত একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বৈচিত্র্যের মধ্যেই ভারতের সৌন্দর্য, আর সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।