নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যয়নবের পুত্র ইন্তেকালের সময় তিনি নিজ কন্যাকে এই দোয়া পাঠ করতে বলেছিলেন-
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى
উচ্চারণ : ইন্না লিল্লাহি মা আখাযা ওয়ালাহু মা আ’ত্বা, ওয়াকুল্লু শাইয়িন ইনদাহু বিআজালিম মুসাম্মা।
অর্থ : নিশ্চয় আল্লাহ যা নিয়েছেন তা তাঁরই এবং যা দিয়েছেন তা-ও তারই। তাঁর নিকট সব কিছুরই একটি নির্দিষ্ট সময় আছে।
-( বুখারি, হাদিস : ১২৮৪)