প্রশ্ন: আমরা বিভিন্ন সময় নানান কারণে হসপিটালে গিয়ে ডাক্তারের পরামর্শে টেস্টের জন্য রক্ত দিয়ে থাকি। কিংবা কোনো অসুস্থ ব্যক্তিকে সহায়তা করার জন্য রক্ত দিয়ে থাকি। প্রশ্ন হচ্ছে- এসব ক্ষেত্রে শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে নিয়ে যায় যা চামড়ায় গড়িয়ে যায় না। এর দ্বারা অজু থাকবে নাকি ভেঙে যাবে?
উত্তর: রক্ত শরীর থেকে বের হলে অজু থাকবে কিনা সেটা নির্ভর করে শরীর থেকে কী পরিমাণ রক্ত বের হয়েছে সেটার ওপর।
কেননা অজু ভঙ্গ হওয়ার জন্য শরীর থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হওয়াই যথেষ্ট; বের হওয়ার পর তা চামড়ায় গড়িয়ে যাওয়া শর্ত নয়; বরং গড়িয়ে যেতে পারে পরিমাণ রক্ত সিরিঞ্জের মাধ্যমে ব্যাগ-শিশি ইত্যাদিতে নিয়ে নিলেও অজু ভেঙে যাবে।
কাজেই কোনো অসুস্থ ব্যক্তিকে রক্ত দিলে কিংবা কোনো ল্যাবে টেস্টের জন্য রক্ত দিলেও অজু ভেঙে যাবে।
* الفتاوى الولوالجية ১/৪৭ : العلقة إذا أخذت بعض جلد إنسان ومصت، حتى امتلأ من دمه بحيث لو سقط لسال، انتقض الوضوء؛ لأن الدم فيه سائل.
–আলমুহীতুল বুরহানী ১/১৯৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৪৫; আদ্দুররুল মুখতার ১/১৩৯
সূত্র: মাসিক আল কাউসার, মে ২০২৫।
এ ক্যাটাগরির আরো নিউজ..