প্রশ্ন : কিয়ামতের দিন যখন পুনরুত্থান হবে তা শারীরিকভাবে এবং প্রত্যেকের দৈহিক বৈশিষ্ট্য বজায় রেখে হবে কি? অর্থাৎ অন্ধ ব্যক্তির অন্ধ অবস্থায় বা পঙ্গু ব্যক্তির পঙ্গু অবস্থায় পুনরুত্থান হবে কি না?
-বাদল চৌধুরী, খুলনা
উত্তর : প্রত্যেক মানুষ যে অবস্থায় জন্মগ্রহণ করেছিল এবং তার দৈহিক কাঠামোর সঙ্গে যখন সর্বপ্রথম রুহের সংযোগ হয়েছিল সেই অবস্থায় তার পুনরুত্থান হবে; পরবর্তী সময়ে পঙ্গু হলে তা ধর্তব্য হবে না। (সুরা : আম্বিয়া, আয়াত : ১০৪, বুখারি, হাদিস : ৪/৩৩৪৯, শরহে আকাইদ : ১০০)