সাকিব
জাতীয় দলের হয়ে দুই ফরম্যাট থেকে এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। বাকি রয়েছে শুধু একদিনের ক্রিকেট। জাতীয় দলের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের দলে সাকিবকে রাখা না রাখা নিয়ে আলোচনার মধ্যেই পাওয়া গেল নতুন খবর।
দেশের একটি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি শর্ত দিয়েছেন সাকিব। শর্তগুলো হচ্ছে–তার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা, দেশের মাটিতে খেলার নিশ্চয়তা এবং নির্বিঘ্নে দেশে আগমন এবং দেশত্যাগের গ্যারান্টি।